কয়লাকাণ্ডে এক হাজার কোটি টাকা গিয়েছে এক প্রভাবশালী নেতার পকেটে

    198
    0

    কলকাতা: ইডি গুরুপদ মাঝির চার্জশিট সামনে আনার পর সাংবাদিক সন্মেলন করে এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুকে চোর, ব্লাকমেলার, তোলাবাজ, বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে মানহানির মামলা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
    প্রসঙ্গত, শুভেন্দু অভিযোগ করেন, কয়লা কান্ডে মোট ২৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তার মধ্যে ১০০০ কোটি টাকা গিয়েছে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার কাছে।
    এই প্রসঙ্গে কুণাল ঘোষ শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, “ওর বুকে নেই দমদম, ও খাবে চমচম। দম থাকলে নাম বলত?”। যদিও প্রত্যুত্তরে কোনও জবাব দেননি শুভেন্দু।

    Previous articleরামমোহন রায় কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার?
    Next articleদত্তপুকুরে দাবি মতো পুজোর চাঁদা না দেওয়ায় সেনা জওয়ানের পরিবারকে হুমকি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here