Home Literature ক্ষুদিরাম স্মরণে

ক্ষুদিরাম স্মরণে

202
0

ডাঃ সুবীর কুমার ঘোষ

হে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম,
তোমাকে অজস্র রক্তিম প্রণাম।
তোমাকে আমরা ভুলিনি,
ভুলিনি তোমার ত্যাগ,
তোমার সেই দৃঢ় অঙ্গীকার,
তোমার বজ্রদীপ্ত প্রতিবাদ,
ইংরেজ শাসনের বিরুদ্ধে –
বলিষ্ঠ উষ্ণতা কথার ঝঙ্কার।
তোমার জয়গানে কন্ঠে কন্ঠে
উচ্চারিত মুক্তির স্লোগান,
এক মুক্তির চেতনা।
তোমার দুর্জয় সুতীক্ষ্ণ বুদ্ধিতে –
পরাধীনতার শৃঙ্খল চূর্ণ-বিচূর্ণ করে,
স্বাধীনতার চিন্ময় আলো আনার
এক সুদৃঢ় প্রতিজ্ঞা।
তুমি চির বিদ্রোহী –
ফাঁসির মঞ্চে নির্বিকার,
তুমি আমাদের – এই মেদিনীপুরের
বীর সন্তান – শহীদ ক্ষুদিরাম।

   
Previous articleসামান্য সহযোগিতা পেলে
Next articleরাঙা ভোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here