নতুন দিল্লি: শনিবার দিল্লিতে রেলওয়ে আধিকারিকদের ওয়েলফেয়ার অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই অনুষ্ঠানে তিনি রেলকর্মীদের পারফরম্যান্স নিয়ে সরাসরি হুশিয়ারি দিয়ে বলেন, ‘যো থক যায়ে, ও ঘর যায়ে’। অর্থাৎ কাজে যাঁর ক্লান্তি আসবে, তাঁকে বাড়ি চলে যেতে হবে।
তিনি আরও বলেন ‘লক্ষ্যমাত্রা পূরনের জন্য আমাদের শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন হবে কর্মঠ শ্রমিক। এই কথার মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চাইছেন যারা কাজে ক্লান্ত হয়ে পড়বেন তাদের ভিআরএস বা স্বেচ্ছাবসর নিতে হবে।
এছাড়াও তিনি ঈঙ্গিত পূর্ণ মন্তব্য করে বার্তা দেন যে রেলের কর্মীদের কলোনিয়াল মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে জেনারেল ম্যানেজার দেরও ওয়েল্ডিং এর কাজ করতে হবে।
সম্প্রতি রেলের সংসদীয় স্থায়ী কমিটি ক্রিটিক্যাল ও সুপার ক্রিটিক্যাল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সমালোচনা করেছে। যার জন্য এমনই কড়া পদক্ষেপ নিলো রেল মন্ত্রক।
শনিবার অনুষ্ঠান শেষে তিনি বলেন ‘যেদিন রেলের শীর্ষ আধিকারিকরা নীচু মানের কাজ করবেন সেদিনই আসল পরিবর্তন আসবে রেলে। আমি নিজেও তিন বছর আগে ওয়েল্ডিং এর কাজ করেছি যাতে আমি আমার অবস্থান কোনদিন ভুলতে না পারি’।
তবে তিনি আপাতত যাত্রীদের স্বস্তি দিয়ে বলেছেন ‘এই মুহূর্তে ট্রেনে কিংবা স্টেশনে কোন রকম কোভিড প্রটোকল চালু হচ্ছে না। তবে যাত্রী দের কাছে অনুরোধ তারা যেন ভিড়ের মধ্যে অবশ্যই মাস্ক পরেন’।