Home Kolkata ক্যান্সার আক্রান্ত উত্তমের মৃত্যুতে শোকস্তব্ধ গাইঘাটা

ক্যান্সার আক্রান্ত উত্তমের মৃত্যুতে শোকস্তব্ধ গাইঘাটা

24
0

শুক্রবার ভোরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম উত্তম বর্ধন (৪৭)। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়ার বাসিন্দা তিনি। একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন উত্তমবাবু। স্ত্রী ও এক কন্যা সন্তান বর্তমান।

এদিন হাসপাতাল থেকে ফোন করে তাঁর মৃত্যুর কথা জানানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ময়নাতদন্তের পর দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, কোলন ক্যান্সার আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন মুম্বইতে চিকিৎসা চলছিল উত্তমবাবুর। গত দু’মাস ধরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার ভোর রাতে হাসপাতালের পুরুষ সার্জিক্যাল বিভাগে আগুনের ধোঁয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

Previous article৫২ বছর বাদে হরমনপ্রীত ব্রিগেড অস্ট্রেলিয়াকে হারিয়ে পদক জয়ের আশা জিইয়ে রাখল
Next articleঘূর্ণিঝড় ‘ডানা’র অভিমুখ নিয়ে সংশয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here