মুম্বই: কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে অভিনেত্রী গৌহার খানের বিরুদ্ধে এফ আই আর করল মুম্বই পুলিশ। সূত্রের খবর, তিনি করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও একটি সিনেমার স্যুটিংয়ের কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে যথাক্রমে ১৮৮, ২৬৯ এবং ২৭০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনার পর তিনি এখন কোয়ারেন্টাইনে আছেন।