সিডনি, ১২ নভেম্বর: করোনা আক্রান্ত মাজেস্টিক প্রিন্সেস জাহাজের প্রায় ৮০০ যাত্রী। বর্তমানে জাহাজটি অস্টেলিয়ার সিডনি বন্দরে নোঙর করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস থেকে রওনা দিয়েছিল ওই জাহাজ। কিন্তু কোভিড সংক্রমণ ধরা পড়ে প্রায় সব যাত্রীর। বর্তমানে এই প্রমোদতরীটিকে ডকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আক্রান্ত যাত্রীদের নিয়ে। এই সংক্রমণকে স্বাস্থ্য বিভাগ ‘টায়ার থ্রি’ সঙ্কট বলে উল্লেখ করেছে। মাজেস্টিক প্রিন্সেস প্রমোদতরীর ঘটনা বছর দুয়েক আগের। এজন্য রুবি প্রিন্সেসের কথা স্মরণ করিয়ে দেয়। সেবার ৯১৪ জন যাত্রী এই প্রমোদতরীতে করোনায় আক্রান্ত হয়। সেই ঘটনায় ২৮ জনের মৃত্যু হয় । ফলে অস্ট্রেলিয়া স্বাস্থ্য বিভাগ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিচার করছে।