Home District উপচে পড়ল ভিড়, কোচবিহারে শুরু রাস

উপচে পড়ল ভিড়, কোচবিহারে শুরু রাস

196
0

কোচবিহার: সোমবার মহাসমারোহে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা হল প্রচলিত রীতি মেনে। সোমবার সকাল থেকেই ছিল সাজোসাজো রব। বিভিন্ন দেবদেবীর মডেল দিয়ে সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর। সন্ধ্যার পর অতিথিদের আনাগোনা শুরু হয়। সাধারণ ভক্তদের জন্য মদনমোহন মন্দিরের নির্দিষ্ট গেট খুলে দেওয়া হয় রাসচক্র ঘোরানোর পর। মদনমোহন মন্দিরে রাস উৎসব চলবে আগামী ১৫ দিন। সকাল থেকে মদনমোহনের স্নান, বিশেষ পুজো হয়। একথা জানান মদনমোহন মন্দিরের রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। রাতে জেলাশাসক পবন কাডিয়ান রাসমঞ্চের জায়গায় পুজো করেন জনগণের মঙ্গল কামনায়। করা হয় যজ্ঞও। রাস উৎসবের সূচনা করেন জেলাশাসক।সেজন্য রাস চক্র ঘোরান তিনি।

Previous articleশহরে ডাকাতিতে যুক্ত পুলিস ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা
Next articleঅসমে দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের জওয়ান, জখম ৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here