কলকাতা: দিন দিন জেলায় বেড়েই চলেছে অরাজকতা। বাদ পড়ছে না কেউই। সেরকমই রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বার বার সাওয়াল জবাব উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। আবার বেশ কয়েক জায়গায় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে।
এবার সব দিক বিবেচনা করে কর্মীদের পাশে দাঁড়াতে লিগাল ডেস্ক তৈরি করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুরের জন্য এই লিগাল ডেস্ক গঠন করা হয়েছে।
এছাড়া তৃণমূলের কাছে অভিযোগ এসেছে, সিবিআই, এনআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার নাম ভাঙিয়ে টাকা তুলছে বিজেপি। এই বিষয়টিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে চায় রাজ্যের শাসক দল। প্রতিমুহূর্তে তৃণমূলকে হাতিয়ার করছে তাঁরা।