নতুন দিল্লি, ৬ জুলাই: বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে নয়া নির্দেশিকা ঘোষণা করল কেন্দ্র সরকার। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর ৯ মাস নয় ৬ মাস বাদেই নেওয়া যাবে বুস্টার ডোজ। নতুন করে করোনার বৃদ্ধির কারণেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে মনে করছে অনেকে। তবে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ এর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে।