জলন্ধর: অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রের টাকা অপচয় হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগে সরব হন তিনি। তাঁর মূল নিশানায় ছিল পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার। ভগবন্ত সিং মান সরকারের দাবি, রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, এর আগের বরাদ্দ অর্থই ঠিকঠাক খরচ করতে পারেনি পাঞ্জাব সরকার। এখন কেন্দ্র যখন রাজ্যের কাছে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ চাইছে, তখন আর দিতে পারছে না। অথচ তারাই প্রাপ্য আটকে রাখার অভিযোগ করছে।