নতুন দিল্লি, ৩ অক্টোবর: দুর্গা পূজার মহাষ্টমীর সকালে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীসভায় আর থাকবে না সংখ্যালঘু মন্ত্রণালয়। কেন্দ্রের কথায়, ধর্মনিরপেক্ষতা মানে সবাই সমান। তাহলে ধর্মীয় গোষ্ঠীর ভিত্তিতে মন্ত্রণালয় কিসের? এমনই অভিমত কেন্দ্রের। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।