Home National কেন্দ্রীয় মন্ত্রিসভার ন’জন সদস্যকে নিয়ে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রিসভার ন’জন সদস্যকে নিয়ে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী

132
0

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভার ন’জন সদস্যকে নিয়ে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল, শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেখানে যোগ দিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যরা কলকাতায় আসছেন। এদিন প্রথমে হাওড়া স্টেশন থেকে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি যোগ দেবেন হেস্টিংসের আইএনএস নেতাজি সুভাষ ভবনে গঙ্গা পরিষদের বৈঠকে। সেখানে অন্য মন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের  হাজির থাকার কথা রয়েছে। পরিষদের সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী সহ এতজন কেন্দ্রীয় মন্ত্রীর একসঙ্গে কলকাতা সফর সাম্প্রতিক অতীতে ঘটেনি। তাই এদিন নেতানেত্রীদের যাবতীয় কর্মসূচির দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে অনেকদিন ধরেই সরব রাজ্য সরকার। গঙ্গা-পদ্মার ভাঙন ইস্যুতেও কেন্দ্রের কাছে একগুচ্ছ দাবি পেশ করেছে নবান্ন। কেন্দ্রীয় মন্ত্রীদের সমাবেশে বিষয়গুলি কি আলোচনার জন্য উত্থাপিত হবে? চলছে জোর জল্পনা। কেন্দ্রের চাপানো সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। সম্প্রতি নবান্নে আয়োজিত পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আরও একবার মমতা এসব ইস্যুতে সরব হতে পারেন বলে শোনা যাচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংও। সেই কারণে জল্পনা আরও জোরদার হয়েছে। 

Previous article২০ স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত
Next articleগঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত পদযাত্রা শুরু করল প্রদেশ কংগ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here