রবিবার কেকেআর ও আরসিবি-র ম্যাচে জয় হল কোহলিদের। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে চার উইকেটের বিনিময়ে 204 রান তোলে আরসিবি। এরপর 205 রানের টার্গেট নিয়ে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোহলিদের ঝড়ের দাপটে সেই টার্গেট পূরণ করতে পারেনি কেকেআর। তারা কুড়ি ওভার খেলেও 8 উইকেটের বিনিময়ে মাত্র 166 রান করে। ফলে 38 রানে জয় হয় ব্যাঙ্গালোরের।