নয়াদিল্লি: পদকজয়ী কুস্তিগিরদের হেনস্তা! ফুঁসছে ভারতীয় কুস্তির প্রধান এপিসেন্টার হরিয়ানা। খাপ পঞ্চায়েতগুলি থেকে কৃষক সংগঠন আগেই সরব হয়েছিল। রাজ্যের বিজেপি জোট সরকারের শরিক দল পর্যন্ত আন্দোলনকারীদের পাশে। আর এখন গেরুয়া শিবিরের সবথেকে বড় অস্বস্তি দলের মধ্যেই বেসুরো নেতা ও বিধায়করা। আগামী বছর বিধানসভা ভোট হরিয়ানায়। তার আগে রাজ্যে বিজেপির জোট সরকার টিকে থাকার প্রশ্নে আশঙ্কার কালো ছায়া ফেলছে দিল্লির যন্তরমন্তরে কুস্তিগিরদের আন্দোলন। তাঁদের সঙ্গে যেরকম চরম অমানবিক আচরণ করছে দিল্লি পুলিস তথা মোদি সরকার, তা নিয়ে হরিয়ানা বিজেপিতেই ক্ষোভ চরমে। স্বয়ং রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রণজিৎ সিং, গেরুয়া শিবিরের নেতা বীরেন্দ্র সিং, বিজেন্দ্র সিং সহ একাধিক দলীয় ও নির্দল বিধায়ক কুস্তিগিরদের দায়ের করা এফআইআর অনুযায়ী দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেছেন। অর্থাৎ বিজেপি এমপি ব্রিজভূষণ শরণের গ্রেপ্তারি চান তাঁরাও।