বারুইপুর: কুলতলিতে একেবারে নদীর উপরেই চলছিল বেআইনি নির্মাণ। এবার ম্যানগ্রোভের জঙ্গল কেটে নদীর চরে মাটির বাঁধ তৈরি করে মাছের ভেড়ি নির্মাণের অভিযোগ উঠল। ঘটনা কুলতলি ব্লকের গোপালগঞ্জ পঞ্চায়েতের ১ নম্বর গরানকাঠি এলাকার। অভিযোগ, প্রশাসনের উদাসীনতার জন্যই এই কাজ চলছে দিনের পর দিন ধরে। এমনকী, বনদপ্তরের পিয়ালি বিট অফিসেরও কোনও নজরদারি নেই এই নিয়ে। এই প্রসঙ্গে কুলতলির বিডিও বীরেন্দ্র অধিকারী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমরা এই জিনিস বরদাস্ত করব না। বনদপ্তরও ব্যবস্থা নেবে। কুলতলি ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গুণধর সর্দার বলেন, এই কাজ যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।