শ্রীনগর: শুক্রবার জম্মু ও কাশ্মীরের কিশওয়ার জেলায় ফের তুষারধস। এই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর নেই। সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। উপত্যকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তুষারধসের সতর্কবার্তা জারি হয়েছে। জানা গিয়েছে, এদিন মেচালি বেল্টে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে তুষারধস। মেঘের মতো কুণ্ডলী পাকিয়ে তা আছড়ে পড়ে একটি নদীকে। ওই এলাকা থেকে বসবাসের এলাকা কিছুটা দূরে হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি আধিকারিকদের।