Home National কাল শপথ, ভূপেন্দ্র প্যাটেল গুজরাতে মুখ্যমন্ত্রী

কাল শপথ, ভূপেন্দ্র প্যাটেল গুজরাতে মুখ্যমন্ত্রী

173
0

গান্ধীনগর: ইঙ্গিত ছিল আগেই। শনিবার হল আনুষ্ঠানিক ঘোষণা। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকছেন ভূপেন্দ্র প্যাটেলই। শনিবার সর্বসম্মতভাবে তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচন করেন বিজেপির নির্বাচিত বিধায়করা। এদিন গান্ধীনগরে রাজ্য বিজেপির সদর দপ্তরে বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজনাথ সিং, বি এস ইয়েদুরাপ্পা ও অর্জুন মুণ্ডার মতো নেতারা। সেখানেই মুখ্যমন্ত্রী হিসেবে প্যাটেলের নাম প্রস্তাব করা হয়। সকলেই সেই প্রস্তাবে রাজি হন। গত বছরের সেপ্টেম্বরে বিজয় রুপানির জায়গায় গুজরাতের মুখ্যমন্ত্রী হন ভূপেন্দ্র প্যাটেল। এবারেও তাঁর উপরেই আস্থা রেখেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

Previous articleশাহকে ক্লিনচিট কমিশনের
Next articleনিরাপত্তা পরিষদ: ভোটে বিরত ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here