Home District কালনার রথযাত্রায় পুলিশি অব্যবস্থার অভযোগ, পদপিষ্ট অনেকে

কালনার রথযাত্রায় পুলিশি অব্যবস্থার অভযোগ, পদপিষ্ট অনেকে

202
0

কালনা: পূর্ব বর্ধমানের কালনায় রথযাত্রায় পদপিষ্ট হলেন অনেকে। পুলিশি অব্যবস্থার জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। আহতরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, কালনার জগন্নাথ তলায় প্রথা মেনে এদিনও তৈরি করা হয় রথ। এখানে রথযাত্রার সূচনা করেন বর্ধমানের রাজা। রথের রশিতে টান পড়ার আগে অপেক্ষাকৃত অপরিসর জায়গায় প্রচুর মানুষের জমায়েত হয়। রথের রশিতে কে আগে টান দেবে তা নিয়ে শুরু হয় হুড়োহুড়ি। ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান অনেকে। তাদের পিঠের ওপর দিয়ে রথের রশি টানতে থাকেন অন্যান্যরা। এভাবে বেশ কয়েকজন আহত হন। আহতরা এখন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, এদিন রথযাত্রা উপলক্ষে কালনার জগন্নাথতলায় পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন ছিল না। ফলে ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। তার জেরেই ঘটে এই দুর্ঘটনা।

Previous articleদ্রৌপদী মুর্মুরের জেতার সম্ভাবনা বেশি, বললেন মমতা
Next articleপথদুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here