কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টির যৌথ কর্মীসভা

    152
    0

    ময়নাগুড়ি: মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মিনি মার্কেট এলাকায় কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম এর যৌথসভা হয়। যৌথ উদ্যোগে আগামী ৬ ডিসেম্বর রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে কামতাপুর পিপলস পার্টি ( ইউ) ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি।
    জানা গিয়েছে, কামতাপুর আলাদা রাজ্য ও কামতাপুরী ভাষায় অষ্টম তপশিলি দাবি জানিয়ে এই আন্দোলনের ডাক দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম।

    Previous articleশিল্প ও কর্মসংস্থান করতে না পেরেই কি চপ বিক্রি করছেন মমতা?
    Next articleএবার বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় একটি রেকর্ড ভিড়ের সম্ভাবনা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here