কাবুল, ৫ সেপ্টেম্বর: সোমবার কাবুলের রুশ দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় দুজন রাশিয়ান কূটনীতিবীদ সহ ২০ জনের মৃত্যু ঘটেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এই ঘটনার দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। তবে কোনও আত্মঘাতী ইসলামিক জঙ্গি গোষ্ঠীর কাজ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ঘটনাটি ঘটে দূতাবাসের গেটের বাইরে। সেখানে বহু মানুষ ভিসার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় ওই জঙ্গির আচরণ দেখে আগে থেকেই বুঝতে পারে। দূতাবাসের তালিবান নিরাপত্তারক্ষীরা ওই জঙ্গিকে লক্ষ্য করে গুলি করে। সেসময় ওই জঙ্গি দেহের সঙ্গে থাকা ডিভাইসটির বিস্ফোরণ ঘটায় বলে সূত্রের খবর। ঘটনাস্থলেই ওই জঙ্গীর মৃত্যু হয়।