কানাডাকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে মরক্কো

    154
    0

    কাতার: বৃহস্পতিবার কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিল মরক্কো। অনায়াসে কানাডাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল।

    ম্যাচ শুরু থেকেই মরক্কো খেলার ছন্দে ছিল। ম্যাচের ৪ মিনিটে প্রথম গোল পায় মরক্কো। এরপর ম্যাচের ২৩ মিনিটে আবার গোল করে এগিয়ে যায়। ৪০ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে সমতা ফিরিয়ে ব্যবধান কমায় কানাডা।

    দ্বিতীয় অর্ধে কানাডা অনেক চেষ্টা করে ব্যবধান কমানোর। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এই ম্যাচ জিতে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যায় মরক্কো। অপরদিকে কোনও ম্যাচ জিততে না পেরে কানাডা বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

    Previous articleডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার অনুমোদন বাতিল করল হাইকোর্ট
    Next articleশস্যসীমার প্রচারে ট্যাবলো নামালো বীরভূম জেলা প্রশাসন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here