কাছাড়: গরু চুরি করতে গিয়ে আটক কাছাড় জেলার কালাইন ভাটপাড়ার দুই গরু চোর। পলাতক এক। জ্বালিয়ে দেওয়া হল গরু চুরির কাজে ব্যবহৃত অল্টো গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে কালাইন ভাটপাড়ার তিন গরু চোর সিন্দুরা বাগান থেকে অল্টো গাড়িতে করে গরু চুরি করে নিয়ে আসার সময় টের পেয়ে যান স্থানীয় জনতা। সাথে সাথে স্থানীয়রা অল্টো গাড়িটির পিছু ধাওয়া করেন। সিন্ধুরা বাগান থেকে কিছুদূর পালিয়ে এসে অবস্থা বেগতিক দেখে চাকমা টিলা এলাকায় গরুগুলো গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই তিন গরু চোর। কিন্তু কোনাপাড়া বাগান এলাকায় আসার পর গাড়িটিকে আটক করে ফেলে স্থানীয়রা। সুযোগ বুঝে আব্বাস নামের এক গরু চোর পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুই গরু চোর বাপ্পন আহমেদ ও সইদুলকে আটক করে ফেলে গ্রামবাসীরা। জেরার মুখে ওই দুই চোর ভাটপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে। ধৃত দুই গরুচোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। আটক করা গাড়ির ভেতর থেকে লাঠি এবং অস্ত্রশস্ত্র সহ গরুর গোবর পাওয়া যায়। গাড়ির নম্বর প্লেটের উপর কাগজ দিয়ে অন্য একটি নম্বর আঠা লাগানো ছিল। পরে উত্তেজিত গ্রামবাসীরা চুরির কাজে ব্যবহৃত গাড়িটিকে ভাঙচুর করে জ্বালিয়ে দেয়।