কলেজ পড়ুয়াকে ৪৬ কোটির আয়কর নোটিস

    57
    0

    গোয়ালিয়র: অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৬ কোটি টাকার লেনদেন! আয়কর দপ্তরের নোটিস পেয়ে চক্ষু চড়কগাছ। পুলিসে অভিযোগ দায়ের করলেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক কলেজ পড়ুয়া।

    পুলিস জানিয়েছে, তরুণ ওই কলেজ পড়ুয়ার নাম প্রমোদকুমার দান্দোটিয়া। বয়স আনুমানিক ২৫ বছর। জিএসটি ও আয়কর দপ্তরের নোটিস থেকে প্রমোদ জানতে পারেন, তাঁর প্যানকার্ড ব্যবহার করে একটি কোম্পানি তৈরি করা হয়েছে। ২০২১ সাল থেকে সেটি মুম্বই ও দিল্লিতে কাজকর্ম চালাচ্ছে। প্রমোদ বলেন, আমি গোয়ালিয়রের কলেজ পড়ুয়া। কীভাবে আমার প্যানকার্ডের অপব্যবহার হল, কীভাবে অ্যাকাউন্ট থেকে এত টাকার লেনদেন হল তার কিছুই আমার জানা নেই। জিএসটি ও আয়কর দপ্তরের নোটিস আসার পর এসব জানতে পারি। বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলি।

    Previous articleউত্তরপ্রদেশে ভেঙে পড়ল গঙ্গার উপর নির্মীয়মাণ সেতু
    Next articleগণধর্ষিতাকে পরীক্ষায় বসতে দিল না স্কুল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here