কলকাতা: এখন সর্বত্র দুর্নীতিতে ভরে গেছে। আর এবার দুর্নীতিতে জড়িত বিরোধী দলনেতা ঘনিষ্ঠ শ্যামল কুমার আদক। প্রথমে দুর্নীতি মামলায় তদন্ত হলেও আদালতের রক্ষাকবচের জন্য গ্রেপ্তার করা যায়নি শ্যামলকে। তবে হলদিয়ার ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলায় শনিবার গভীর রাতে সুতাহাটা থেকে গ্রেপ্তার করেছে শ্যামল আদককে। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ শ্যামল আদক গ্রেপ্তার হন। এদিন ভবানীপুর থানায় অপর একটি দুর্নীতি মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। সেখানেই রাতে গ্রেপ্তার হন প্রাক্তন পুরপ্রধান। আজ, রবিবার শ্যামলকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়।
পুলিস জানিয়েছে, সুতাহাটার ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলার কেসটি সম্প্রতি হলদিয়া থেকে তমলুক জেলার বিশেষ আদালতে সরানো হয়েছে। ওই আদালতেই প্রিভেনশন অব কোরাপশন অ্যাক্ট বিষয়ক মামলার বিচার হয়। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, সুতাহাটা ট্রেকার স্ট্যান্ড তৈরি নিয়ে ৫০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই মামলায় তৎকালীন পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাসকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন আগে কায়ুম নামে এক ঠিকাদারকে পুলিস গ্রেপ্তার করে। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই শ্যামল আদক গ্রেপ্তার হয়েছেন। শ্যামল আদক ওই পুরবোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনিই ওই দুর্নীতির মাথা বলে মনে করছে পুলিস।