Home Kolkata কর্মীদের খাবারের জোগান দিল শিখ লঙ্গরখানা

কর্মীদের খাবারের জোগান দিল শিখ লঙ্গরখানা

66
0

কলকাতা: দক্ষিণ কলকাতা থেকে জনস্রোত আছড়ে পড়ছে এসপ্ল্যানেডে। তার আগেই ভিড়ের গতি খানিক কমে আসছে। কী ব্যাপার! শহিদ সমাবেশ উপলক্ষে জওহরলাল নেহরু রোডের উপর লঙ্গরখানা খুলেছেন শিখ সম্প্রদায়ের মানুষরা। তাকে ঘিরেই ভিড় নানা অংশের মানুষের। অল শিখ কমিউনিটি অব ওয়েস্ট বেঙ্গল এবং নেতাজি ভগৎ সিং ইউনাইটেড ফোরামের উদ্যোগে এই ফুড স্টলগুলি করা হয়েছিল। শুক্রবার দিনভর কয়েক হাজার মানুষকে খাবারের জোগান দিয়েছেন তাঁরা। এ কারণেই একটা বড় অংশের মানুষ সভাস্থল ছেড়ে খাবারের খোঁজে অন্যত্র পা বাড়াননি। বরং তাঁরাই খাবারের খোঁজ দিয়েছেন অন্যদের।

তখন সকাল ৭টা। ততক্ষণে চারটি স্টল খুলে গিয়েছে। সভা শেষ হওয়ারও পরও সচল ছিল সেগুলি। চা মিলেছে সব সময়। সকালের দিকে ছিল ছোলা সিদ্ধ। দুপুর বাড়তেই দেওয়া হয়েছে পরোটা-সব্জি। সঙ্গে ঠান্ডা জলের বোতল। কতজনের খাবারের আয়োজন করেছিলেন? আয়োজকদের কেউই ঠিকঠাক হিসেব বলতে পারলেন না। তবে, কম পড়বে না, সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। লাইনে দাঁড়িয়ে ছিলেন তারকেশ্বরের জয়দেব মালো। তিনি বলেন, শ্রাবণ মাসে যাঁরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসেন, তাঁদের জন্য আমরা শরবত বা হাল্কা খাবারের ব্যবস্থা করি। ওষুধপত্র রাখি। এই প্রথম ২১ জুলাইয়ের সভায় এলাম। এখানে এসব দেখে ভালো লাগছে। সব ধর্মের মূল কথাই মানবসেবা।

Previous articleউপাচার্যের চেয়ারে পুলিস আধিকারিক
Next articleমোদি পদবি: স্থগিতাদেশ পেলেন না রাহুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here