নিজেস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ জুলাই: প্রথমবার মেট্রোর কোচ তৈরি হচ্ছে বাংলায়। এই কোচ তৈরি করবে ইতালির সংস্থা। প্যাসেঞ্জার কোচও তৈরি হবে কারখানায়। আজ সেই কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের মঞ্চে মমতার গলায় আক্ষেপের সুর। বলেন, ‘সামাজিক প্রকল্প আমরা অনেক করেছি। কিন্তু আমরা যেটা করতে পারিনি তা হল আরও নতুন করে অনেক-অনেক শিল্প ও কর্মসংস্থান।’
তাঁর দাবি, দেশে যখন ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, অথচ রাজ্যে বেকারত্ব কমেছে ৪৫ শতাংশ। শুধু তাই নয়, রাজ্যে ৫২১টি ক্ষুদ্র ও কুটির শিল্প ক্লাস্টার, ২০০ ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। শিল্পে বিনিয়োগ হয়েছে ১৫ লক্ষ কোটি টাকা। হুগলিতেও প্রচুর শিল্প গড়ে উঠেছে বলে জানান মমতা।
তিনি আরও বলেন, ‘বাম আমলে হিন্দ মোটরকে ৭০০ একর জমি দিয়েছিল। কিন্তু শিল্প করেনি। সেই জমি পড়ে রয়েছে।’ প্রয়োজনে সরকার এই জমি অধিগ্রহণ করবে।