বেঙ্গালুরু: পাঁচটি প্রতিশ্রুতিকে সামনে রেখেই কর্ণাটকে ভোটে বাজিমাত করেছে কংগ্রেস। এবার সেগুলির বাস্তবায়নে উদ্যোগী হল সিদ্ধারামাইয়া সরকার। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা, ‘গৃহজ্যোতি’ প্রকল্প চালু হবে আগামী পয়লা জুলাই থেকে। তার আগে অবশ্যই বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে হবে। সরকারের পক্ষ থেকেই এব্যাপারে আবেদন জানানো হবে। শুধু তা-ই নয়, একমাসের মধ্যে চালু হয়ে যাচ্ছে দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের সদস্যদের মাথাপিছু দশ কেজি করে চাল, স্নাতক বেকার ছেলেমেয়েদের দু’বছরের জন্য মাসে তিন হাজার টাকা (ডিপ্লোমা পাশরা পাবেন দেড় হাজার টাকা) করে ভাতা, সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় চড়ার সুযোগ এবং বিপিএল পরিবারের মহিলা প্রধানকে মাসে দু’হাজার টাকা করে ভাতাও। এর জন্য কর্ণাটক সরকারের বছরে খরচ হবে ৫০ হাজার কোটি টাকা।