নয়াদিল্লি: কর্ণাটকের তুমাকুরুতে গড়া হয়েছে দেশের সবচেয়ে বড় হেলিকপ্টার কারখানা। সোমবার এই কারখানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে এখানে হালকা ধরনের (এলইউএইচএস) হেলিকপ্টার তৈরি করবে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। ভবিষ্যতে ৬১৫ একরের এই কারখানাকেই দেশের একমাত্র হেলিকপ্টার কারখানা হিসেবে গড়ার পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে।