দীননাথ চক্রবর্তী
তাকে চিনেও চিনতে পারিনি এতদিন
দেখেও দেখিনি
ইস্ত্রিকরা পরিপাটি …আলমারি …
তাও নয়যে ভুলে যাবো তাকে
একেবারে আটপৌরীয় সে
নাড়ির টান ছাড়াও যদি দ্বিতীয় কোন
টান বা সম্পর্ক থাকে
সে নিশ্চিত ভাবে তাই।
তবুও তাকে চিনতে পারিনি এতদিন
অথচ সেই আমার মনের ডাকবাক্সে চিঠি
হৃদয়ের বারান্দায় পূর্ণিমার জোছন
সারাদিনের ক্লান্তির পর
অপেক্ষমান হাতে মাটির কলসির জল
আবার গভীর ঘুমের ভিতর
আলতা পায়ের ঝুম ঝুম ঝুম নূপুর ।
তবুও চিনতে পারিনি তাকে
কত গল্প কাব্য উপন্যাস
নীরবে লিখে চলেছে সে
সুরে সুরে রাগে রাগে স্বরলিপি
তবু সে কবি নয়
শিল্পী সাহিত্যিক ও নয়
একেবারে আটপৌরে ।
আজকে সে পেয়ে যায় কল্কে
হয়তো বলবে করোনা
আমি বলবো না
কেননা সে শুধু আশ্রয় না
ভালোবাসা না
স্বাধীনতা না
জীবন না …মরণ না
তারও …তারও পর অনেক কিচ্ছু
অনেক অনেক কিছু
আমার বাড়ি
এক জয় সংহিতা।