১৩ এপ্রিল, মুম্বই: করোনা ঠেকাতে মঙ্গলবার মহারাষ্ট্রে কঠোর বিধিনিষেধ আরোপ করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামীকাল বুধবার থেকে ১৫ দিনের জনতা কারফিউ জারি করল মহারাষ্ট্র সরকার। প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ। এজন্য রাজ্যজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তবে এটাকে লকডাউন বলে আখ্যায়িত করতে চাননা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, নতুন করে বৃদ্ধি পাওয়া করোনার শৃংখল ভাঙ্গার জন্য এই কারফিউ জারি করা হয়েছে। তবে এই নতুন বিধিনিষেধে জরুরি পরিষেবাগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন, বিশেষ কোনো কারণ ছাড়া এই সময়ে বাড়ির বাইরে না বেরোতে। এজন্য ৫৪০০ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার।