নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এবার করোনা আক্রান্ত হলেন রানী রাসমণি। উদ্বিগ্ন রানীর অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। টেলিভিশনের ধারাবাহিক ‘রানী রাসমণি’র জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়ার সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তাঁর বাবা ও মা। যদিও তাঁরা দুজনেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। আপাতত বাবা-মায়ের সঙ্গে হোম কোয়ারেন্টাইনে আছেন দিতিপ্রিয়া। শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। এখন তিনি শারীরিকভাবে বেশ কিছুটা দুর্বল। তাই এখন বিশ্রামের মধ্যেই দিন কাটছে রাণীমার।