Home National করোনার জেরে পুরীর রথযাত্রায় জারি একগুচ্ছ নির্দেশিকা

করোনার জেরে পুরীর রথযাত্রায় জারি একগুচ্ছ নির্দেশিকা

218
0
**EDS: TWITTER IMAGE POSTED BY Shree Jagannatha Temple Office @SJTA_Puri ON MONDAY, JULY 12, 2021** Puri: Devotees perform rituals during the annual Rath Yatra festival in Puri. (PTI Photo)(PTI07_12_2021_000205B)

২৮ জুন, পুরী: আগামী ১ জুলাই শুক্রবার। রথযাত্রা। উৎসব পালনে তৈরি হচ্ছে পুরী। আনুমানিক প্রায় দশ লক্ষ ভক্তের আগমন হবে পুরীতে। এদিকে দেশে ফের বাড়ছে করোনার দাপট। এত লোকের সমাগমে দ্রুত বাড়তে পারে সংক্রমণ। সেজন্য কড়া বিধিনিষেধ জারি করেছে ওড়িশা প্রশাসন। জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। সেই নির্দেশিকায় ভক্তদের রথযাত্রায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। স্যানিটাইজেশনে জোর দেওয়া হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, গ্র্যান্ড রোডে বসানো হচ্ছে স্বাস্থ্য শিবির। সম্ভাব্য আক্রান্ত ব্যক্তিদের মন্দির প্রাঙ্গন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মাস্ক ছাড়া কোনও ভক্ত ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হতে পারে। এছাড়াও ওড়িশা সরকার পুরীতে অক্সিজেন ও আইসিইউ সুবিধাযুক্ত কোভিড কেয়ার সেন্টার তৈরি করেছে। নিয়মিত করা হবে কোভিড টেস্টও।

Previous articleশনিবার থেকে শিয়ালদহ শাখায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
Next articleফোনে মোদী-পুতিনের গোপন বৈঠক?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here