নয়াদিল্লি: দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে দেশে। গত কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী করোনার গ্রাফ। ৩১ ডিসেম্বর নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৪০। মঙ্গলবার ১৬ জানুয়ারি তা কমে দাঁড়িয়েছে ২৬৯। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫৬। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে ৩ জনের।