হংকং: তাইওয়ানের এক ব্যক্তিকে গ্রেফতার করল চীন। কমিউনিস্ট পার্টির সমালোচনা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির অপরাধ, তিনি কমিউনিস্ট পার্টির সঙ্কট বলে একটি বই লিখেছিলেন। ধৃত ওই ব্যক্তির নাম ইয়াং চী উয়ান। জানা গিয়েছে, তাঁকে ৮ মাসেরও বেশি সময় ধরে চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশে আটকে রাখা হয়েছে। সংবাদ সংস্থা সিএনএন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।