ওটাওয়া: খাদ্যের চড়া দাম। তার উপর ঘরবাড়ি পাওয়ার সমস্যা। এই দুইয়ের জেরে বিদেশি পড়ুয়াদের জন্য ভিসার বিধিনিয়ম কঠোর করল কানাডা সরকার। এরফলে ধাক্কা খেতে চলেছেন ভারতীয় পড়ুয়ারা। কারণ, কানাডায় বিদেশি পড়ুয়াদের একটা বড় অংশই ভারতীয়। এখন সেদেশে বিভিন্ন কোর্সে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ভারতীয় নাম লিখিয়েছেন। খাদ্যসামগ্রী ও ঘরবাড়ির ভাড়া বেড়ে যাওয়ায় কানাডায় জীবনধারনের খরচ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে জাস্টিন ট্রুডো সরকার বিদেশি পড়ুয়াদের সংখ্যায় রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে। কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে বেশ কয়েকমাস ধরেই টানাপোড়েন চলছে। তার মধ্যেই নয়া নিয়মের ফাঁস, সেদেশে পড়াশোনায় আগ্রহী ভারতীয়দের স্বপ্নে জল ঢালল বলেই মনে করা হচ্ছে। এখন তাঁদের ব্রিটেন, আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশে পড়াশোনার বিকল্প বেছে নিতে হবে।
কানাডা ঠিক করেছে, এবার ৩ লক্ষ ৬০ হাজারের বেশি পড়ুয়া-ভিসা দেওয়া হবে না। গত বছরের তুলনায় যা প্রায় ৩৫ শতাংশ কম। সেদেশের অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন, এটা একেবারেই সাময়িক নীতি। আগামী দু’বছরের জন্য তা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্নাতকোত্তর ওয়ার্ক পারমিটের সংখ্যাতেও লাগাম টানা হবে। বিদেশি পড়ুয়ারা যাতে পড়াশোনার পর দেশে ফিরে যান, তা নিশ্চিত করতেই এব্যাপারে নতুন প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে। আগে এই পারমিটের দৌলতে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুবিধা সহজেই পাওয়া যেত। এখন যে বিদেশি পড়ুয়ারা স্নাতকোত্তর বা পোস্ট ডক্টরেট কোর্স করছেন, তাঁরা তিন বছরের ওয়ার্ক পারমিট পাবেন। স্নাতক ও কলেজ স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না।