বোলপুর: বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি কার্যত জনজোয়ারে পরিণত হল। এদিন ইলামবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁর রোড শোয়ে হাজার হাজার মানুষ ভিড় জমান। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে ইলামবাজার থেকে শুরু করে বোলপুরের সর্বত্র ব্যাপক ভিড় ছিল। তা দেখে অভিষেক নিজেও আপ্লুত হয়ে যান। এদিন বোলপুরের কঙ্কালীতলা মন্দির ও লাভপুরের ফুল্লরা মন্দিরেও পুজো দেন অভিষেক।