বারাকপুর: এলাকায় হিংসা ও অশান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার গভীর রাতে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী গ্রেপ্তার। যদিও শনিবার দুপুরের পরেই ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। তাঁর বিরুদ্ধে কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। শনিবার ব্যাঙ্কশাল আদালতে রাজ্যের তরফে তাঁর পুলিশ হেপাজত চাওয়া হয়। কিন্তু সেখানেও কলকাতা পুলিশের মুখ পোড়ে। আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আদালতে সরকার পক্ষের আইনজীবী জানান, কৌস্তভ বাগচী এলাকায় হুমকির মাধ্যমে হিংসা ও অশান্তি ছড়ানোর চেষ্টা করেন। উত্তরে কৌস্তভের আইনজীবী বিকাশবাবু জানান, তাহলে যারা হিংসা করেছে, তাদের কেন গ্রেপ্তার করছেন না?
এদিকে, আদালত থেকে বেরিয়েই কৌস্তভ আদালতের সামনেই মাথা মুন্ডন করেন। এবং হুমকির সুরে বলেন, ‘আজ থেকে মমতা ব্যানার্জির জীবন অতিষ্ঠ করে তুলব ‘। তিনি আরও বলেন, যতদিন না বাংলার মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে, ততদিন আমি চুল রাখব না।