কলকাতা, ২১ নভেম্বর: মালগাড়ি লাইনচ্যুত ওড়িশার করোলি স্টেশনে। সেই কারণে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। যার জেরে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন। দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। হাওড়া- ভুবনেশ্বর জনশতাব্দি এক্সপ্রেস, হাওড়া-পুরি এক্সপ্রেস, শালিমার-পুরি-ধৌলি এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এম বিশ্বেশ্বরয়া টার্মিনাস এক্সপ্রেস, পুরি-শালিমার ধৌলি এক্সপ্রেস ও ভুবনেশ্বর-বালাসোর স্পেশ্যাল।