২৯ মার্চ, নতুন দিল্লি: তাঁর নিরাপত্তার ওপর নির্ভর করছে কোটি কোটি ভারতবাসীর ভালো থাকা ও জীবনের অস্তিত্ব। তাঁর পরিচালিত সংস্থা সিরাম ইনস্টিটিউট উৎপাদন করে চলেছে কোভিশিল্ড ভ্যাকসিন। যা এখন কোটি কোটি ভারতবাসীর জিয়নকাঠি। আর সেই সংস্থার কর্ণধার আদার পুনাওয়ালাকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। তাঁর এই নিরাপত্তা ব্যবস্থায় ১১ জন নিরাপত্তা কর্মী সব সময় তার জীবন সুরক্ষার কাজে নিযুক্ত থাকবেন। এই ১১ জন নিরাপত্তা কর্মীর মধ্যে থাকবেন ১ অথবা ২ জন কমান্ডো।
উল্লেখ্য, ৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে কোভিশিল্ড টিকা প্রদানের ক্ষেত্রে একটি দাম নির্ধারণ করে সিরাম ইনস্টিটিউট। আর সেই দাম নিয়ে রাজনীতি শুরু করে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক উদ্দেশ্যে সিরাম ইনস্টিটিউট এর বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলা হয়। প্রশাসনে সংশয় তৈরি হয় এই সংস্থার কর্ণধারের নিরাপত্তা নিয়ে। আর সেজন্যই বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সংস্থার কর্ণধার আদার পুনাওয়ালার নিরাপত্তা সুনিশ্চিত করার সিদ্ধান্ত নেয়।