কলকাতা: ৫জি সুবিধাযুক্ত ‘এফ২৩’ মোবাইল নিয়ে এসেছে ওপো। ২৪ হাজার ৯৯৯ টাকার এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি এবং অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জিং ব্যবস্থা। সংস্থাটির দাবি, এই ফোনে মাত্র ১৮ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। মাত্র পাঁচ মিনিটের চার্জে টানা ছ’ঘণ্টা কথা বলা যায় বা আড়াই ঘণ্টার ভিডিও দেখা যায়। ব্যাটারির চার্জ সম্পূর্ণ হলে ৩৯ ঘণ্টা কথা বলা যায় এবং ১৬ ঘণ্টা ভিডিও দেখা যায়। ওপো’র দাবি, ব্যাটারিটিতে অন্তত ১ হাজার ৬০০ বার চার্জ দেওয়া সম্ভব। এর অর্থ, চার বছর পর্যন্ত ব্যাটারিটি পূর্ণ পরিষেবা দিতে সক্ষম। ২৫৬ জিবি ডেটা ধরে রাখার ক্ষমতা বা ভালো ক্যামেরার পাশাপাশি এর হরেক অত্যাধুনিক সুবিধা গ্রাহককে খুশি করবে বলে মনে করছে এই মোবাইল সংস্থা।