Home State ওএমআর শিটে প্রশ্নে দাগ দেখেই খোঁজ মিলত টাকা দেওয়া প্রার্থীদের

ওএমআর শিটে প্রশ্নে দাগ দেখেই খোঁজ মিলত টাকা দেওয়া প্রার্থীদের

168
0

কলকাতা: চাকরি ‘কিনতে’ টাকা দেওয়া প্রার্থীদের চিহ্নিতকরণে অভিনব কৌশল নিয়েছিলেন নিয়োগ দুর্নীতির কুশীলবরা। চাকরিপ্রার্থীর উত্তরপত্র বা ওএমআর শিটেই লুকিয়ে ছিল সেই কৌশল। বুধবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে এমনই দাবি করেছে তদন্তকারী সংস্থা ইডি। তারা জানিয়েছে, শিক্ষক পদে চাকরির জন্য যারা টাকা দিয়েছিলেন, তাঁদের নির্দিষ্ট দু’টি প্রশ্ন ও উত্তর আগে থেকেই দিয়ে দেওয়া হতো। পরীক্ষাকেন্দ্রে গিয়ে কেবল সেই দু’টি প্রশ্নের উত্তরে দাগ দিয়ে আসতেন ওই পরীক্ষার্থীরা। বাকি খাতা ফাঁকা রাখতে হতো। এখান থেকেই বোঝা যেত, কে কে টাকা দিয়েছেন। চাকরিও হতো তাঁদেরই। ইডির আইনজীবীদের আরও দাবি, এই কৌশল পুরোটাই তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের মস্তিষ্কপ্রসূত। 

Previous articleহাওড়া ডিভিশন: ৭০টিরও বেশি ট্রেন বাতিল
Next articleপঞ্চায়েত ভোটে জোট গড়বে বামেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here