এসএসসি দুর্নীতি: বিতর্কে পরিচালক অনীক দত্ত

    218
    0

    নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্কের মুখে অনীক দত্ত। অভিযোগ সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার। আচমকা মেজাজ হারান ‘অপরাজিত’-এর পরিচালক। শনিবার এসএসসি দুর্নীতি নিয়ে একটি বৈঠকে ঘটে এই ঘটনা।
    জানা গিয়েছে, বাম আমলে ‘অনিলায়ন’ ও হোল টাইমারদের চাকরি প্রসঙ্গে প্রশ্ন রাখা হয়। প্রথমে এই প্রশ্ন করা হয় বাম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে। ‘জাগো বাংলা’র জনৈক সাংবাদিক এই বিষয়ের প্রশ্নকর্তা ছিলেন। তৃণমূল মুখপত্রের সাংবাদিকের এই প্রশ্নের উত্তরও দেন বিকাশবাবু। এ বিষয়ে কেন তাঁরা কখনও সিপিএমের মঞ্চে কোনও কথা বলেননি? এবার এই প্রশ্ন করা হয় পরিচালক অনীক দত্তের কাছে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তাঁকে সরব না হওয়ার কারণ জানতে চাওয়া হয়। এই নিয়ে শুরু হয়ে যায় তুমুল গন্ডগোল। এইসব প্রশ্ন শুনেই মেজাজ হারান পরিচালক। প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে আঙ্গুল তুলে সরব হন অনীক দত্ত। পরিস্থিতি কিছুটা সামাল দেন বিকাশ বাবু। তিনি অনীকের হয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়ে নেন। যদিও অনীক তাঁর নিজের জায়গায় অনড় থাকেন। ওই সাংবাদিকের দাবি, পরিচালক তাঁর কাছে কোনও রকম ক্ষমা চাননি। সোশ্যাল মাধ্যমে অনীককে নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে।

    Previous articleকরণকে সমন রীতেশের! দ্বন্দ্ব প্রকাশ্যে?
    Next articleপার্থর বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ, বনগাঁ জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here