চাঁচল, ৫ নভেম্বর: ছিল না কোনওরকম প্রথাগত প্রশিক্ষণ। তবু চাঁচলের তিন অভিযাত্রী এভারেস্টের বেসক্যাম্প অভিযানে সফল হলেন। তাঁদের মতে, পর্বতারোহণের সঠিক প্রশিক্ষণ ছাড়াই এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছানো মানে আসলে একটা নজির সৃষ্টি করা। তাঁরা দুর্গম এই অভিযান সফল করেছেন সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই। এভারেস্টের ওই বেস ক্যাম্প নেপালে অবস্থিত। তার উচ্চতা ৫৩৬৪ মিটার। তরুণ কুমার রায়, প্রিয়জিৎ সরকার ও পার্থ রজক হলেন এই তিন অভিযাত্রী। তাঁরা প্রত্যেকেই চাঁচলের বাসিন্দা। পেশায় শিক্ষক ও সরকারি কর্মী। সদরপুর হাইস্কুলের সহকারী শিক্ষক তরুণবাবু । সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক প্রিয়জিত সরকার। আর চাঁচল ১নং ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মী পার্থ রজক।