এবার হাড়োয়ার এক আল কায়েদা জঙ্গি ধরা পড়ল কাশ্মীরে

    174
    0

    কলকাতা, ৭ নভেম্বর: উত্তর ২৪ পরগণা সহ গোটা রাজ্য ক্রমশ পাক জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। ফের তার চরম নিদর্শন পাওয়া গেল। এবার হাড়োয়ার আল কায়েদা জঙ্গি গ্রেপ্তার হল কাশ্মীরে। উদ্ধার হয়েছে চীনা গ্রেনেড। ধৃতের নাম আমিরুদ্দিন খান। ডাক নাম আমির। সোমবার তাকে কাশ্মীরের রামবান নামে একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)।
    সে যে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা, এই তথ্য কাশ্মীর পুলিশই নিশ্চিত করেছে। সেখানকার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আমিরুদ্দিন খান ওরফে আমির পাকিস্তানের আল কায়েদার শীর্ষনেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। আমিরুদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটেও এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
    তদন্তে জানা গিয়েছে, সে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় নাশকতার ছক কষছিল। তার টার্গেট ছিল কাশ্মীর সহ ভারতের বিভিন্ন প্রান্ত। কাশ্মীর পুলিশ ধৃতের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে।

    Previous articleআজ সোনা-রূপার দর
    Next articleজ্ঞানব্যাপীর শিবলিঙ্গের বয়স নির্ধারণে উদ্যোগী হল এলাহাবাদ হাইকোর্ট

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here