ঝাড়গ্রাম: চলতি বছরে শাল, মহুয়া, পলাশের দেশে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বসন্তের আমেজ উপভোগ করতে বেলপাহাড়ী ছিল পর্যটকদের পছন্দের তালিকায় একেবারে উপরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও বহু পর্যটক এসেছেন। তবে এবার বেলপাহাড়ী ঘুরতে এসে হতাশ পর্যটকরা। কারণ বেশিরভাগ পর্যটন কেন্দ্রের আশেপাশের জঙ্গলে শুকনো পাতায় আগুন ধরিয়ে দেওয়ায় সৌন্দর্য নষ্ট হচ্ছে। এরফলে ক্ষোভপ্রকাশ করছেন পর্যটকরা। তাঁদের কথায়, বসন্তকালে জঙ্গলের সৌন্দর্য মানুষ দেখতে আসেন। শুকনো পাতার উপর দিয়ে হাঁটার মজাই আলাদা। কিন্তু জঙ্গলের ভিতরে আগুন ধরিয়ে দেওয়ায় অরণ্যসুন্দরীর রূপ খারাপ হচ্ছে। যদিও বনদপ্তরের তরফে জঙ্গলে আগুন লাগলেই গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।