এবার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন চেকলিস্ট জমা দেওয়া যাবে অনলাইনে

    182
    0

    কলকাতা, ২৪ নভেম্বর: গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার উচ্চমাধ্যমিকের রেজিষ্ট্রেশনের চেকলিস্ট জমা দেওয়া যাবে অনলাইনে। ২৩ শে নভেম্বর ক্যাম্প অফিস থেকে বিভিন্ন স্কুলকে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে কোনও ভুল ভ্রান্তি থাকলে সেগুলি আপডেট করা যাবে অনলাইনেই।

    তার জন্য ভিজিট করতে হবে। ttp://wbhseapplication.web.gov.in/portal/sec_users/login এই লিঙ্কে। এজন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৯ ই ডিসেম্বর। যদিও ৫ থেকে ১৫ তারিখের মধ্যে লেট ফাইন ছাড়াই তা করতে পারবে স্কুলগুলি। বেশ কিছু শিক্ষক সংগঠন এবিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন, এখনও অনেক স্কুলে ডেটা এন্ট্রি অপারেটর নেই। সেই সমস্ত স্কুলের পক্ষে অনলাইনে কাজ করা অসুবিধা জনক। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অধিকাংশ শিক্ষক সংগঠন।

    Previous articleআজ সুপ্রিম কোর্ট চালু করল আরটিআই পোর্টাল
    Next articleবিশ্ব ইতিহাসে ২৫ নভেম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here