এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-কে তদন্তের নির্দেশ দিল আদালত

    158
    0

    কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই-এর পাশাপাশি ইডি-কে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার নিয়োগ সংক্রান্ত তিনটি মামলায় ইডিকে তদন্তের দায়ভার গ্রহণের র্নিদেশ দিল হাইকোর্ট-এর বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। এদিন সিবিআইয়ের আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে।

    অন্যদিকে, অবৈধ নিয়োগের জেরে খালি হয়ে যাওয়া ১৮৩টি পদের মধ্যে ১০২টি পদে নিয়োগের জন্য ২১ ডিসেম্বরের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২৯ ডিসেম্বরের মধ্যে ওই পদগুলিতে নিয়োগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

    এছাড়াও তদন্তের সূত্রে সিবিআই যে ৯৫২টি ওএমআর শিট বিকৃতির কথা জানিয়েছিল, সেই ওএমআর শিটগুলি এসএসসির ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘এই প্রথম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলায় ইডিকে যুক্ত করল আদালত।’

    Previous articleযারা মদ পান করবে, তারা মরবেই: নীতীশ কুমার
    Next articleবিশ্ব ইতিহাসে১৬ ডিসেম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here