কলকাতা, ১৯ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি তুললেন সিপিএম নেতা ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, তদন্ত সঠিক পথে এগোতে গেলে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তদন্ত করা জরুরি। সোমবার এস এস সি-র প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেপ্তারি প্রসঙ্গে এই মন্তব্য করেন আইনজীবী বিকাশ বাবু। তাঁর কথায়, চুনোপুঁটিদের দশ প্রমাণিত হয়ে গিয়েছে। অথচ কেউ নিজেরা দুর্নীতির দায় নিতে রাজি নয়। তাঁদের সবাই বলছেন উপরওয়ালা জানে। কিন্তু, উপরওয়ালা তো একজনই। তাঁকে গ্রেপ্তার করে তদন্ত করলেই সব দুর্নীতি বেরিয়ে আসবে বলে মত কলকাতার প্রাক্তন মেয়রের।