এঁদের ওপরওয়ালা মুখ্যমন্ত্রী, তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা দরকার, বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

    213
    0

    কলকাতা, ১৯ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি তুললেন সিপিএম নেতা ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, তদন্ত সঠিক পথে এগোতে গেলে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তদন্ত করা জরুরি। সোমবার এস এস সি-র প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেপ্তারি প্রসঙ্গে এই মন্তব্য করেন আইনজীবী বিকাশ বাবু। তাঁর কথায়, চুনোপুঁটিদের দশ প্রমাণিত হয়ে গিয়েছে। অথচ কেউ নিজেরা দুর্নীতির দায় নিতে রাজি নয়। তাঁদের সবাই বলছেন উপরওয়ালা জানে। কিন্তু, উপরওয়ালা তো একজনই। তাঁকে গ্রেপ্তার করে তদন্ত করলেই সব দুর্নীতি বেরিয়ে আসবে বলে মত কলকাতার প্রাক্তন মেয়রের।

    Previous articleপার্থ ও অর্পিতার বিরুদ্ধে ১৭২ পাতার চার্জশিট পেশ করল ইডি
    Next articleখড়্গপুর ও আদ্রা শাখায় রেল অবরোধ, একাধিক ট্রেন বাতিল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here