Home State উপাচার্যের চেয়ারে পুলিস আধিকারিক

উপাচার্যের চেয়ারে পুলিস আধিকারিক

96
0

কলকাতা: অবসরপ্রাপ্ত বিচারপতির পরে রাজ্যপাল এবার উপাচার্যের আসনে বসালেন এক প্রাক্তন আইপিএস অফিসারকে। তাঁর নাম এম ওয়াহাব। নিজের রাজ্য কেরল থেকেই ওই আধিকারিককে এনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিচ্ছেন সি ভি আনন্দ বোস। অর্ডারে ১৯ জুলাইয়ের স্বাক্ষর থাকলেও শুক্রবারই তা প্রকাশ্যে আসে। তবে, এ নিয়ে শিক্ষক সংগঠনগুলি তীব্র আপত্তি জানিয়েছে। অধ্যাপক সংগঠন অ্যাবুটার দাবি, এভাবে বিশ্ববিদ্যালয়ে পুলিসি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন রাজ্যপাল, যা পঠনপাঠনের সুষ্ঠু পরিবেশের সরাসরি পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল বিরোধী ছাত্র সংগঠন অবশ্য নয়া উপাচার্যকে স্বাগতই জানিয়েছে। এর আগে রাজ্যপাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দিয়েছিলেন বেঙ্গালুরু হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে।

Previous articleগান্ধী জয়ন্তীতে দিল্লি অভিযান
Next articleকর্মীদের খাবারের জোগান দিল শিখ লঙ্গরখানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here