নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আগামী 30 অক্টোবর রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপলক্ষে নির্বাচনের দিন অতিরিক্ত 53 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশন এই 53 কোম্পানি বাহিনী মোতায়েনের আদেশ জারি করেছে। এর আগে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী 30 তারিখ শনিবার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল দিনহাটা শান্তিপুর খড়দহ ও গোসাবা।